শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মানবিক উদাহরণ তৈরি করলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তিনি ক্যান্সারে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু শাফায়াত হোসেনের খোঁজ নিতে তার গ্রামের বাড়িতে যান।
তবে সেখানে গিয়ে জানতে পারেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ঢাকার টঙ্গী আহসানিয়া ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির পিতা মামুনুর রশিদ একজন হতদরিদ্র মানুষ। চিকিৎসার ব্যয়ভার বহন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। শাফায়াতের দাদা আব্দুল কাদের ডুমুরপুকুর এলাকায় নাইটগার্ড হিসেবে কাজ করেন।
সভাপতি এনামুল হক শাহীন শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন এবং বলেন—
“একজন শিশু যখন জীবনের সঙ্গে লড়ছে, তখন রাজনীতি নয়—প্রয়োজন মানবতা। আমরা তার পাশে আছি এবং থাকবো। দলমত ভুলে, এই শিশুর সুস্থতা কামনা করি।”
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, মাঝিয়ার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার মোশাররফ হোসেন, উপজেলা সমবায় সমিতির সভাপতি মোঃ আবু বক্কর রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয় প্রতিক্রিয়া:
এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, “রাজনীতি মানবিক হলে তবেই তা জনগণের কল্যাণে আসে।” অনেকে শিশুর চিকিৎসার জন্য অর্থ সহায়তারও আহ্বান জানান।