মোঃ বাদশা প্রামানিক
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছে উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) সকালে ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বানুটারী (গেন্দির বাজার) গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতেই আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বানুর টারি গ্রামের রমজানের ছেলে আবুল কালামের সঙ্গে একই গ্রামের সোলেমান আলীর ছেলে রমজান আলী ও আলামিনের মধ্যে নেশার টাকা নিয়ে বিরোধ হয়। বৃহস্পতিবার মধ্যরাতে আবুল কালামকে ডেকে এনে রমজান আলীর বাড়িতে বেধড়ক মারপিট করা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেয়ে রাত ২টার দিকে ইউক্লিপটাস গাছে উল্টো ঝুলিয়ে মারধর করা হয়।
পরে নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরদিন অভিযুক্তরা আবুল কালামকে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আহত অবস্থায় তাকে ডিমলা হাসপাতালে চিকিৎসা দিয়ে অন্য মামলার গ্রেফতারি পরোয়ানায় জেল হাজতে পাঠায়।
এ ঘটনায় আবুল কালামের পরিবার ও এলাকাবাসী দাবি করেছেন, তিনি চোর নন; প্রতিপক্ষরা ফাঁসাতে সাজানো নাটক করেছে।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, “ঘটনাটি দুঃখজনক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
পশ্চিম ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে আবুল কালামকে মুক্ত করে পুলিশকে খবর দেন। পরে ইউএনওর হস্তক্ষেপে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, “ভুক্তভোগীর পিতা অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”