July 31, 2025, 2:05 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

মিরাজ হুসেন প্লাবন

মোঃ বাদশা প্রামানিক

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছে উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) সকালে ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বানুটারী (গেন্দির বাজার) গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতেই আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বানুর টারি গ্রামের রমজানের ছেলে আবুল কালামের সঙ্গে একই গ্রামের সোলেমান আলীর ছেলে রমজান আলী ও আলামিনের মধ্যে নেশার টাকা নিয়ে বিরোধ হয়। বৃহস্পতিবার মধ্যরাতে আবুল কালামকে ডেকে এনে রমজান আলীর বাড়িতে বেধড়ক মারপিট করা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেয়ে রাত ২টার দিকে ইউক্লিপটাস গাছে উল্টো ঝুলিয়ে মারধর করা হয়।

পরে নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরদিন অভিযুক্তরা আবুল কালামকে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আহত অবস্থায় তাকে ডিমলা হাসপাতালে চিকিৎসা দিয়ে অন্য মামলার গ্রেফতারি পরোয়ানায় জেল হাজতে পাঠায়।

এ ঘটনায় আবুল কালামের পরিবার ও এলাকাবাসী দাবি করেছেন, তিনি চোর নন; প্রতিপক্ষরা ফাঁসাতে সাজানো নাটক করেছে।

ইউপি সদস্য আবুল কালাম বলেন, “ঘটনাটি দুঃখজনক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

পশ্চিম ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে আবুল কালামকে মুক্ত করে পুলিশকে খবর দেন। পরে ইউএনওর হস্তক্ষেপে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, “ভুক্তভোগীর পিতা অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন