October 16, 2025, 9:36 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

মুন্সীগঞ্জে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

আক্কাছ আলী,

রিপোর্ট: মুন্সীগঞ্জ প্রতিনিধি,

মুন্সীগঞ্জে আলুর বস্তা সংরক্ষণের হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলুচাষী, আড়তদার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “এমনিতেই এ বছর আলুর দাম কম। তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এতে দেশের কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।”

তারা আরও জানান, এ বছর প্রতি কেজি আলু উৎপাদনে ৩০-৪০ টাকা খরচ হয়েছে, অথচ বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৬-৭ টাকায়। এতে লোকসানের বোঝা বহন করতে হচ্ছে কৃষকদের। বক্তারা হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেতকা বাজারের আড়তদার হাজী নুরে আলম বেপারী, হাজী হাবিবুর রহমান হবি, আহসান উল্লাহ ঢালী, বেতকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খানসহ স্থানীয় প্রায় ২০০ জন কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন