রিপোর্টার:
জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,
বিস্তারিত:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর হাতে ৩৬০টি ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল জাম, পেয়ারা, সুন্দরী বড়ই ও কপ বেলসহ বিভিন্ন ফলদ বৃক্ষ।
বিতরণ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান ও সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম শিক্ষার্থীদের কাছে ফলজ বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ উপসহকারী কর্মকর্তা ঝুটন তালুকদার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুহরাব হোসেন, দোলার বাজার ইউনিয়নের উপসহকারী সাদেক আহমেদ, ভাতগাঁও ইউনিয়নের উপসহকারী তোফায়েল আহমেদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষা অনুরাগী সদস্য আশরাফুল ইসলাম সিরাতুল আম্বিয়া, স্পেন প্রবাসী রুকন আহমদ, সহকারী শিক্ষক সবিনয় আহমদ খান, সাহাবউদ্দিন প্রমুখ।