রিপোর্টার:
বেরোবি প্রতিনিধি
বিস্তারিত:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে শিক্ষার্থীদের জন্য স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। উপাচার্য আরও জানান, নরওয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আজকের সেমিনার বেরোবির শিক্ষার্থীদের ইউরোপের দেশ নরওয়েতে উচ্চশিক্ষার সুযোগগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে সাহায্য করবে। এছাড়া, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে মেধাভিত্তিক ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করতে একাডেমিক ফলাফল এবং গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারটি বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনল্যান্ড নরওয়ের পিএইচডি গবেষক নিশাত আরেফিন মন্ডল, যিনি নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।