October 17, 2025, 8:52 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

জামালপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ

মোঃ শামসুল আলম,

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
মোঃ শামসুল আলম,

জামালপুরের ইসলামপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২-২৩ শিক্ষা বর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শামছুল আলম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

সহকারী জেলা শিক্ষা অফিসার এস.এম. মোজাম্মেল হাসান

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা

সঞ্চালনায় ছিলেন: একাডেমি সুপারভাইজার মামুনুর রশিদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, শিক্ষার্থী মনিরুল ইসলামসহ অনেকে।

আলোচনা শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন