সংবাদ:
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) বন্দি অবস্থায় মারা গেছেন। রোববার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে বুকের ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে ভোর ৪টার দিকে তিনি মারা যান। হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর চারটার আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান। জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও ভর্তি করানোর সুযোগ পাওয়া যায়নি।
সারোয়ার হোসেন নান্নু রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর গত ৫ মে থেকে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তার তিন কন্যা রয়েছেন—দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলার (মামলা নং ৩১(৮) ২০২৪) আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল।