December 8, 2025, 2:57 am

সুনামগঞ্জে দিনের বেলায় স্কুলে চুরি, জনতার হাতে চোর আটক!

জুনেদ আহমেদ রুনু

জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান ওয়াশরুমে গেলে সেই সুযোগে এক চোর অফিস কক্ষে ঢুকে তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করে।

চুরির বিষয়টি বুঝতে পেরে শিক্ষিকা চিৎকার শুরু করলে শিক্ষার্থী ও স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ছাতক উপজেলার মায়েকোল জামে মসজিদ এলাকা থেকে চোরকে আটক করে।
আটককৃত চোরের নাম নাহিদ হাসান, সে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মফিজ আলীর ছেলে। জনতার হাতে ধরা পড়ার আগে সে চুরি করা মোবাইল ফোন খাদে ফেলে দেয়, পরে তা নিজেই তুলে দেয়।

জিজ্ঞাসাবাদে নাহিদ জানায়, প্রধান শিক্ষিকার ব্যাগ নিয়ে পালিয়েছে তার সহযোগী সাজু মিয়া, সে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের আদু মিয়ার ছেলে।
চুরির ঘটনায় শিক্ষিকার ব্যাগে থাকা নগদ ৫ হাজার টাকা, বিদ্যালয়ের ব্যাংকের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও অফিস রুমের চাবি পাওয়া যায়নি।

খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দের নির্দেশে এসআই রাসেল ঘটনাস্থলে গিয়ে নাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন