October 17, 2025, 8:57 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরসহ উত্তরবঙ্গের বাজেট বৈষম্যের প্রতিবাদে সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় মডার্ন মোড় ব্লকেড করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও সাধারণ জনতা।

বেরোবির মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে মডার্ন মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা “লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে”, “জীবন লাগলে জীবন নে”, “রক্ত লাগলে রক্ত নে”, “ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও” সহ নানা স্লোগানে গোটা মোড় উত্তপ্ত করে তোলে।

দুই দফা দাবি উপস্থাপন
শিক্ষার্থীরা উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনের লক্ষ্যে দুটি দাবি তুলে ধরেন—

১. উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত খাতে বাজেট নিশ্চিত করতে একটি আঞ্চলিক স্বতন্ত্র কমিশন গঠন।
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা।

তারা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ব্লকেড এবং অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ ছাড়া মঙ্গলবার রংপুর বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ আবু সাঈদ চত্বরে একত্রিত হয়ে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলেও জানানো হয়।

শিক্ষার্থীদের বক্তব্য
শিবলি সাদিক বলেন, “জুলাই পরবর্তী বাংলাদেশে বৈষম্য থাকার কথা নয়। কিন্তু আমরা দেখছি এই অন্তবর্তী সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুরের প্রতি চরম বৈষম্য করছে। ক্লাসরুম সংকট, আবাসন সংকটসহ কোনো উন্নয়ন বাজেট বরাদ্দ নেই।”

জাহিদ হাসান জয় বলেন, “২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পরও বাজেট বৈষম্য রয়ে গেছে। আমরা আবারও রাজপথে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন