October 17, 2025, 11:21 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা

মিরাজ হুসেন প্লাবন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:-

যশোরের কেশবপুর উপজেলার ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি /দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখা কেশবপুর উপজেলা।

সোমবার (২৮ জুলাই ) সকাল ১০ টায় কেশবপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে দুই শতাধিকের বেশি শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেশবপুর পৌর শাখার সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রিপুল কবির, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার পেশাজীবি বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, কেশবপুর উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবীদ তাহামুল ইসলাম দীপু, পৌর আমীর জাকির হোসেন, ইসলামি ছাত্র শিবিরের যশোর জেলা পূর্বের সেক্রটারি মিনারুল ইসলাম,অর্থ সম্পাদক আবু জাফর হসেন সহ, কেশবপুর পৌর শাখার সভাপতি রুস্তম আলী, কেশবপুর পশ্চিম সাথী শাখার সভাপতি খায়রুল ইসলাম, কেশবপুর পূর্ব শাখার সভাপতি বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী বলেন, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।

সভাপতির বক্তব্যে রুস্তম আলী বলেন , মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাঈদ বলেন, মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন