প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-কামারখাড়া প্রধান সড়কের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃষ্টির পানিতে গর্তে জমে থাকা পানিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে। সম্প্রতি পিচ ঢালাই করার পরেও বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে বৃষ্টির সময় জমে থাকা পানি দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে তুলছে।
শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মালিহা ও হাফসা বলেন,
“প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে আসতে হয়। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ঢেকে যায়, হাঁটুসমান পানি জমে থাকে। এতে পড়ে যাওয়ার ভয় নিয়ে চলাফেরা করতে হয়।”
বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাদিজা ও মীম জানান,
“গর্তগুলো বৃষ্টির পানিতে ঢাকা পড়ে যায়, তখন বোঝা যায় না কোথায় গর্ত। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এই রাস্তাটি সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থা করা জরুরি।”
পথচারী রাসেল বলেন,
“আমার বাড়ি এখানেই, প্রতিদিন হাসাইল বাজারে যাতায়াতে এই রাস্তা ব্যবহার করি। দুইটি স্কুল থাকায় কোমলমতি শিশুরাও দুর্ভোগে পড়ছে। রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ, দ্রুত সংস্কার দরকার।”
বিষয়টি নিয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান বলেন,
“রাস্তাটি এলজিইডির। আমি তাদের সাথে কথা বলবো। এখানে ড্রেনের ব্যবস্থা করলে পানি জমে থাকবে না বলে মনে করি।”