August 1, 2025, 7:42 am
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা

মিরাজ হুসেন প্লাবন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী,

রাজবাড়ী সদর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) প্রকল্পের অধীনে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ৩১ জন কৃতি শিক্ষার্থী সম্মাননা ও এককালীন আর্থিক সহায়তা পেয়েছে।

বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান। তিনি বলেন,
“পারফরম্যান্স বেজড গ্র্যান্টস কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে গুণগত শিক্ষা অর্জনের আগ্রহ তৈরি করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে, যাতে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এই সম্মাননার সুযোগ পায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য

জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান

আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা জাহান মিনি, সহকারী শিক্ষক, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) কাজী এজাজা কায়সার। শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইসরাত জাহান ও অভিভাবক খন্দকার আব্দুর রাজ্জাক।

জানা গেছে, নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে চন্দনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন তালুকদার

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস

ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন

অংকুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান

সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী

সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিস উদ্দিন মল্লিক

উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন