তালতলী (বরগুনা) প্রতিনিধি,
জুলাই অভ্যুত্থানে শহীদ আমির হোসেন ও শহীদ বাবুলের স্মরণে বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হয়েছে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের মৌপাড়া ও জাকিরতবক গ্রামে শহীদদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা।
জিয়ারতকালে শহীদদের স্মরণে দোয়া পাঠ করা হয় এবং বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল, স্থানীয় আনসার ও পুলিশ সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এছাড়া পরিবারের শিশু সন্তানদের সাথেও তারা আন্তরিকভাবে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রতি এ ধরনের শ্রদ্ধা ও সহানুভূতির জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।