August 6, 2025, 10:49 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি!

মো-রাহিম-হোসেন

রিপোর্ট: মোঃ রাহিম হোসেন,

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ,

চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা প্রদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ মিনিট অনুষ্ঠান বন্ধ থাকে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হলে, জুলাই যোদ্ধা ইসমাঈল হক সিরাজী ও তার সমর্থকরা বাধা দেন। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি শুরু হয়।

পরে পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠান পুনরায় শুরু হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাব্বির আহমেদ অভিযোগ করে বলেন, “ভুয়া নাম তালিকাভুক্তির প্রতিবাদ করায় আমাকে টার্গেট করা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে আমাকে থামাতে এমন ঘটনা ঘটানো হয়েছে।”

অন্যদিকে, ইসমাঈল হক সিরাজীর দাবি, “আওয়ামী লীগের দোসরদের মঞ্চে সুযোগ দেয়া হয়েছে। প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করে বৈষম্য তৈরি করা হয়েছে বলেই এই প্রতিবাদ।”

জেলা প্রশাসকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, একাধিকবার চেষ্টা করেও তিনি কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন