কেশবপুর (যশোর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিতে ছাত্র ও জনতার ঐক্য আজ সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থান তারই বাস্তব দৃষ্টান্ত।” সভায় বক্তৃতা দেন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কেশবপুরে বিএনপির নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে।