October 17, 2025, 10:59 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

গাইবান্ধার মেহেদী এখন থাম্মাসাট ইউনিভার্সিটির শিক্ষার্থী!

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী মাহামুদুল হাসান মেহেদী পেয়েছেন থাইল্যান্ডের খ্যাতনামা থাম্মাসাট ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ। শুধু তাই নয়, একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও নিযুক্ত হয়েছেন তিনি।

স্কলারশিপ বাবদ মেহেদী প্রতি মাসে পাচ্ছেন ২০,০০০ থাই বাথ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫,৬০০ টাকা (১ বাথ = ৩.৭৮ টাকা অনুযায়ী)। পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বাবদ আরও ১০,০০০ বাথ পাচ্ছেন, যার মূল্য প্রায় ৩৭,৮০০ টাকা। সব মিলিয়ে প্রতি মাসে তাঁর আয় প্রায় ১,১৩,৪০০ টাকা।

মেহেদীর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের এক সাধারণ পরিবারে। পিতা মৃত মো. মোস্তাফিজার প্রধান ও মাতা কল্পনা বেগম। এসএসসিতে জিপিএ ৫.০০ ও এইচএসসিতে ৪.৫০ পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সিজিপিএ অর্জন করেন ৩.৬৪। আইইএলটিএস-এ পেয়েছেন স্কোর ৭।

একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও রেখেছেন অসাধারণ ভূমিকা। ইতোমধ্যে তাঁর ১৩টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং ৪টি পোস্টার আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনে উপস্থাপন করেছেন। বর্তমানে বেরোবির অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলামের অধীনে গবেষণা করছেন।

নিজের এই অর্জন সম্পর্কে অনুভূতি জানিয়ে মেহেদী বলেন,

“আমি মূলত ৩য় বর্ষ থেকেই গবেষণার কাজ শুরু করি। কঠোর পরিশ্রমের পর যখন এমন স্বীকৃতি আসে, তখন সেটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। শুক্রবার নামাজ পড়ে ফিরে ল্যাপটপে স্কলারশিপের ইমেইলটা দেখি, সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন