মেহেরপুর প্রতিনিধি: এস কে সামিউল ইসলাম,
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিলে লাশটি ভাসতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মিঠু ওরফে বাবু (৪০)। তিনি মেহেরপুর পৌরসভার পেয়াদাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাদক ক্রয়ের উদ্দেশ্যে তিনি হরিরামপুর সীমান্ত এলাকায় গেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে তিনি পাশের হরিরামপুর বিলে লাফ দেন। পরদিন সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, “ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং পুলিশকে মরদেহ উদ্ধারে সহায়তা করি।”
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মাদকসেবী ছিলেন। ঘটনার তদন্ত চলছে।”
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় মাদক কারবারিদের চলাফেরা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি খুবই উদ্বেগজনক। তারা সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।