আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা।
বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টায় তিনি টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার, কান্দারবাড়ী এবং মুন্সীগঞ্জ সদরের কিছু ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মিজান সিনহা বলেন,
“আগামীকাল আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো। পদ্মা নদীর ভাঙন রোধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আমি সবসময় থাকবো।”
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লা খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজু কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সহ-সম্পাদক সোলায়মান সাতবর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাব্বার কাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।