মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান নেতৃত্বে লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, লাশের পরনে ছিল হাফ হাতা শার্ট, গলায় ফিতায় ঝুলানো চশমা, মাথায় টাক ও কাচাপাকা চুল রয়েছে। প্রাথমিকভাবে লাশটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দৈনিক আজকের পত্রিকা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতেই তার ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিভুরঞ্জন সরকার ছিলেন দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এবং একজন সুপরিচিত কলাম লেখক।