September 1, 2025, 5:15 am

মুন্সিগঞ্জে পদ্মা ভাঙন এলাকা পরিদর্শনে বিএনপির আজাদ

আক্কাছ আলী

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। শনিবার (২৩ আগস্ট) বিকালে তিনি উপজেলার বিভিন্ন ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

এসময় স্থানীয়রা জানান, প্রতিদিন নদী গিলে খাচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা। অনেক পরিবার ইতোমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে।

আব্দুল সালাম আজাদ বলেন, “নদী ভাঙন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। সরকারের উদাসীনতায় ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সর্বস্ব হারাচ্ছে, অথচ কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক, দিঘিরপাড়ের সাবেক সভাপতি শামীন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা সবাই নদী ভাঙন মোকাবিলায় স্থায়ী সমাধানের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন