উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা,ফলাফলের অপেক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এ নির্বাচনে সকাল থেকেই শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, “বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।”
এর আগে দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, শারীরিক শিক্ষা কেন্দ্রে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১,৯৬৩ ভোটারের মধ্যে ১,২৫৬ জন ভোট দেন। অপরদিকে একই কেন্দ্রে সলিমুল্লাহ মুসলিম হলের ৬৬৫ ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর পৌনে ১টার দিকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, জগন্নাথ হলের ২,২২৫ ভোটারের মধ্যে প্রায় ১,৩০০ জন ভোট দিয়েছেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে অনুষ্ঠিত হয় এবং বিকেল ৪টা পর্যন্ত তা অব্যাহত থাকে। তবে নির্ধারিত সময়ের আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা বিকেল ৪টার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৯১৫ জন এবং নারী ভোটার ১৮,৯৫৯ জন। প্রতিটি ভোটারকে ৪১টি পদে ভোট দিতে হয়েছে— ডাকসুর ২৮টি এবং নিজ নিজ হল সংসদের ১৩টি পদে।
কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি ১৮টি হলে ১,০৩৫ জন প্রার্থী লড়েছেন মোট ২৩৪টি আসনে।
ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ফলাফল গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে, এবং প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শন করা হবে। সবশেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।