সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আওয়ামী দোসরদের অতর্কিত রক্তাক্ত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়শ্রী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন হিরা। তিনি অভিযোগ করেন, গত ৫ সেপ্টেম্বর বিকেলে জয়শ্রী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে তার চাচাতো ভাই দিল রওশন হোসেন দিপুর ওপর আওয়ামী দোসররা অতর্কিত হামলা চালায়। পরে অভিযোগ জানাতে যাওয়ার পথে নৌকা ঘাট এলাকায় তার আরেক চাচাতো ভাই সাদিকের ওপরও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে সাদিক গুরুতর আহত হয়ে ধর্মপাশা হাসপাতালে ভর্তি হন।
হোসেন হিরা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক হয়রানি, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছি। আমার পরিবার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী দোসররা বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।”
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।