রিপোর্ট: সিয়াম তালুকদার মাহিদ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) নাছরিন আক্তার শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ নির্দেশনা জারি করেছেন। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—
১. কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
২. নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এসএসসি/দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবে না।
৩. বিনা কারণে ৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানকে লিখিতভাবে জানাতে হবে।
৪. শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা প্রতিষ্ঠানের ভেতরে ধূমপান থেকে বিরত থাকতে হবে।
৫. ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা যাতে গেটের বাইরে যেতে না পারে—সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে কড়া তদারকি করতে হবে।
৬. কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানে প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। প্রয়োজনে এই কমিটি প্রশাসনকে আইনগত বিষয়ে অবহিত করবে।
৭. প্রতিষ্ঠানের ভেতর বা বাইরে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি-ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ইউএনও নাছরিন আক্তারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দাউদকান্দিবাসী। এলাকাবাসীর মতে, এ ধরনের পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষা পরিবেশ তৈরি করবে।