ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, নতুন নেতা হিসেবে নাইম কাসেমের দায়িত্ব গ্রহণ
ইসরায়েলি বোমা হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর গোষ্ঠীটি নতুন নেতার নাম ঘোষণা করেছে। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রধান হিসেবে নাইম কাসেমের নাম প্রকাশ করেছে হিজবুল্লাহ। কাসেম, যিনি আগে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কাসেম তার নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে এই পদে নির্বাচিত হয়েছেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়েছে যাতে তিনি হিজবুল্লাহ ও এর ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন।
৭১ বছর বয়সী কাসেম ১৯৮০-এর দশকের গোড়ায় হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। দক্ষিণ লেবাননের কিফার কিলা গ্রামে জন্মগ্রহণ করা এই নেতা দীর্ঘদিন শিয়া রাজনীতির সঙ্গে যুক্ত এবং বৈরুতে ধর্মীয় শিক্ষায় অবদান রেখেছেন।
উল্লেখ্য, ইসরায়েলের হামলায় বৈরুতে হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে চালানো বিস্ফোরণে নাসরুল্লাহ নিহত হন। এক সপ্তাহের টানা হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং বহু ভবন ধ্বংস হয়।