মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সদর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী। সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখ, পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি সবার দল, আমাদের সবার ঐক্যবদ্ধভাবে পূজায় সহযোগিতা করা প্রয়োজন। জাতিগত বিভেদ বিএনপি বিশ্বাস করে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা ঘোষণা দিয়েছেন, যা বাস্তবায়নে প্রতিটি ঘরে পৌছে দিতে হবে।”
সভায় অংশগ্রহণকারীরা পূজা উদযাপনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।