October 16, 2025, 11:34 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

“চাঁদা খায় কে, নাম হয় কার?”

মিরাজ হুসেন প্লাবন

মো. মুক্তার হোসেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি বন্যাকবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ নিতে আসেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, গৃহহীন মানুষ ও নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

বন্যা পরিদর্শন শেষে বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন—
“চাঁদা খায় কে, নাম হয় কার—এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ১৭ বছর ধরে নির্যাতন সহ্য করে দলের সুদিনের আশায় যারা ত্যাগ স্বীকার করেছেন, তারা কখনও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায় করতে পারে না। বিএনপির প্রকৃত নেতাকর্মীরা আজও দলের সুনাম রক্ষায় কাজ করছেন।”

তিনি আরও বলেন, ঝিনাইগাতীতে যারা বিচার-শালিস, বালু-পাহাড় দখল, থানায় দালালি ও বিভিন্ন অপকর্মে জড়িত, তারা বিএনপির কেউ নয়। বিএনপি ক্ষমতায় এলে এসব বিষয়ে তদন্ত করা হবে।

এছাড়া তিনি অভিযোগ করেন, ফেক আইডি ব্যবহার করে বিএনপি ও সুশীল সমাজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দিচ্ছে বিদায়ী স্বৈরশাসক শেখ হাসিনার দোসররা। তিনি এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সাবেক এমপি বলেন,
“আমি তিনবার এমপি ছিলাম, কিন্তু এই আসনের বিএনপি নেতাদের অপকর্মে জড়ানোর কথা কখনও শুনিনি। ত্যাগী নেতারা দলের আদর্শ মেনে কাজ করেছেন।”

বন্যা পরিদর্শনের সময় তার সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন