December 23, 2024, 11:45 am
শিরোনাম :
তালতলীতে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত বেরোবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য পৃথক অংশ নির্মাণ শুরুর পথে মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বশেমুরবিপ্রবিতে হল সিট বরাদ্দ নিয়ে উত্তেজনা, প্রভোস্ট অফিসে ভাঙচুর বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ

সাকিব আল হাসানের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

মিরাজ হুসেন প্লাবন

মিরাজ হুসেন প্লাবন,

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সমস্ত ব্যাংক হিসাব জব্দ করেছে। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়ম তদন্তে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব তথ্য চেয়েছিল বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পদক্ষেপের ফলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অদূর ভবিষ্যতে দেশে ফেরার সম্ভাবনা কমে গেছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে তার পরিবারের সঙ্গে অবস্থান করছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি ইতিমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও সাকিবকে বিবেচনা করেনি বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন যে, এই সিরিজে না থাকলেও ভবিষ্যতে তার খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়নি। তবে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবের দেশের জার্সি পরে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।

এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে অংশগ্রহণ করে সংসদ সদস্য হন সাকিব। তবে পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, ফলে সংসদ সদস্য পদও হারান তিনি। এরপর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন