মিরাজ হুসেন প্লাবন
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, যার ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা জানান, নগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ গত মাসের বেতন এখনও পরিশোধ করেনি। এই বেতন আদায়ের লক্ষ্যে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে।
মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, সকাল ১০টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। যদিও কারখানা কর্তৃপক্ষ ২০ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে, তবে শ্রমিকরা তা মানতে নারাজ।