মিরাজ হুসেন প্লাবন.
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কেউ যেন ভাবেন না যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। আমরা শুধু শেখ হাসিনার পতন ঘটিয়েছি। তিনি যে সব অপকর্ম করেছেন, তার কারণে আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।
রোববার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে উপজেলা, পৌর ও বনপাড়া পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, একসময় মিছিলের জন্য লোক খুঁজে পাওয়া যেত না, হারিকেন লাগিয়ে লোক সংগ্রহ করতে হতো। কিন্তু এখন লোকের অভাব নেই। আমার একটাই কথা, যারা সাড়ে ১৫ বছর বিএনপির সাথে ছিলেন, তাদের বাইরে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারীরা যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে। যদি কোনো বিএনপি নেতা তাদের মাধ্যমে দলে আসার চেষ্টা করেন, তাহলে তাদের বিচার করা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের মধ্যে কোনো বিভেদ রাখতে দেওয়া হবে না। যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে, তাদের সাধারণ কর্মীরা প্রতিহত করবে। মিথ্যা মামলায় যাদের জেলে বন্দি করা হয়েছে, তাদের আমরা মুক্ত করে আনবো।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।