বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সদরের আটাপাড়ায় একটি খেলার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ চ্যাম্পিয়ান দলের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও শহর বিএনপি নেতা গোলাম রব্বানী জাকি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমবায় দলের বগুড়া জেলা শাখার সভাপতি মার্জান আহাদ। আরো উপস্থিত ছিলেন সমবায় দল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন, যুবনেতা মাসুদুল হাসান টুকু, গোলাম মাওলা আরাফাত,সমবায় দল শহর শাখার সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহেল, বারী, জিয়ন, মোমিন প্রমুখ। আলোচনায় প্রধান অতিথি বলেন যে, মাদকমুক্ত সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সুস্থ্য জাতি বিকাশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলায় জেলায় স্টেডিয়াম নির্মাণ করেন। বিশেষ অতিথি বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও একইভাবে খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে সুস্থ্য ও মননশীল জাতি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেয়া হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।