October 16, 2025, 11:32 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

রাশেদের ‘স্লেয়ার’ ঘুষিতে নকআউট ভারতের হেভিওয়েট ফাইটার!

এস-কে-সামিউল-ইসলাম

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:

বাংলাদেশের মার্শাল আর্ট অঙ্গনে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। ঢাকায় অনুষ্ঠিত প্রথম ডাবল হর্স নকআউট মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে ভারতের আজহারউদ্দীনকে হারিয়ে টাইটেল বেল্ট জিতেছেন মেহেরপুরের কৃতিসন্তান মনজুর আলম। এই জয়ে তিনি শুধু নিজ জেলা নয়, গোটা বাংলাদেশকে গর্বিত করেছেন।

শনিবার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতায় মনজুর আলমের লড়াই ছিল অন্যতম আকর্ষণ। ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে দৃঢ় আত্মবিশ্বাস ও শারীরিক পারদর্শিতা নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনেন এই তরুণ এমএমএ ফাইটার।

প্রতিযোগিতাটিতে বাংলাদেশের ফাইটারদের ছিল নজরকাড়া পারফরম্যান্স। মোট পাঁচটি টাইটেল বেল্টের মধ্যে চারটিতে অংশ নিয়ে বাংলার যোদ্ধারা জিতে নেয় তিনটি। এর মধ্যে সবচেয়ে আলোচিত লড়াই ছিল বাংলাদেশের রাশেদ ও ভারতের হেভিওয়েট ফাইটার ঋতিক কৈলাশ-এর মধ্যে। তিন রাউন্ডের নিয়ম থাকলেও রাশেদ দ্বিতীয় রাউন্ডের আগেই ভারতীয় প্রতিপক্ষকে নকআউট করে ‘স্লেয়ার’ উপাধির যথার্থতা প্রমাণ করেন।

রাশেদ বলেন, “প্রতিপক্ষকে দেখে বুঝেছিলাম সে একটু বেশি আত্মবিশ্বাসী। আমি নিজের মধ্যে শান্ত ছিলাম, পরিকল্পনা ছিল মাথা ঠান্ডা রেখে লড়াই করা। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হয়েছে।”

এই সাফল্য প্রমাণ করে, বাংলাদেশি মুয়ে থাই ফাইটাররা এখন আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম।

দেশজুড়ে ক্রীড়াপ্রেমীরা মনজুর আলম ও রাশেদের এই অর্জনে উচ্ছ্বসিত। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ থেকে আরও অনেক আন্তর্জাতিক মানের ফাইটার উঠে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন