July 7, 2025, 6:23 pm

শাজাহানপুরে শিবির টুর্নামেন্টে ক্যান্টঃ পাবলিক শাখার জয়ের ধুম!

মিরাজ হুসেন প্লাবন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাজাহানপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্টঃ পাবলিক শাখা।

বুধবার (১৮ জুন) ডোমনপুকুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডোমনপুকুর মাদ্রাসা শাখাকে ২-০ গোলে পরাজিত করে ক্যান্টঃ পাবলিক শাখা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। জমজমাট এ খেলাটি উপভোগ করেন স্থানীয় দর্শকসহ আমন্ত্রিত অতিথিরা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওসার আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান এবং ছাত্রশিবিরের সাবেক জেলা অফিস সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ।

প্রধান অতিথি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। এমন আয়োজনে ছাত্রদের মধ্যে সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।”

সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন, “ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহর শাখার সভাপতি আবু সায়েম ও সেক্রেটারি আবু হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন