জেলা প্রতিনিধি, রাজবাড়ী.
মোঃ জাহিদুর রহিম মোল্লা,
‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট”।
বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টায় বালিয়াকান্দির কুঠির মাঠে অবস্থিত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার মশিউল আজম চুন্নু।
টুর্নামেন্টটি আয়োজন করেছে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, বালিয়াকান্দি উপজেলা শাখা এবং স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার শফিউল আজম (শিবলু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব মন্ডল
সাবেক সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান বেলাল
জিয়া পরিষদের সভাপতি রফিকুদৌল্লা
নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাচ্চু
ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মনিরুজ্জামান বাবু এবং শামসুজ্জামান সাত্তার
বক্তারা বলেন, “মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা এবং গ্রামীণ জনগণের মাঝে বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন।”
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বহরপুর ফুটবল একাদশ বনাম জঙ্গল ফুটবল একাডেমি। খেলায় ২-১ গোলে জয় পায় বহরপুর একাদশ।