December 23, 2024, 4:50 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

“ওবায়দুল কাদেরের দেশে লুকিয়ে থাকার বিষয়টি জানত না সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার”

মিরাজ হুসেন প্লাবন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়ে ছিলেন, এ বিষয়ে সরকার অবগত ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভায় তিনি বলেন, “ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন, তা জানত না সরকার। জানলে তাকে পালিয়ে যেতে দেয়া হতো না, তাকে গ্রেপ্তার করা হতো।”

তিনি আরও বলেন, “পুলিশের মনোবল আগে থেকেই বেড়েছে, তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে কিছু সময় লাগবে। পুলিশের যারা পালিয়ে আছেন, তারা আমাদের কাছে অপরাধী। তাদের পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।”

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইন্টারপোলকে আবারও সহায়তার জন্য জানিয়েছে সরকার।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, যদি কেউ ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন, তবে তাকে পুরস্কৃত করা হবে।

জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী সরকারের পতনের পর ওবায়দুল কাদের তিন মাস ৫ দিন দেশেই লুকিয়ে ছিলেন, এবং ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন