আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
“মনিপুরীপাড়া এলাকা থেকে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জে সুনির্দিষ্ট তিনটি মামলা রয়েছে। এছাড়াও আরও কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবকে ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের আগে তিনি মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন।
তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।