December 23, 2024, 4:12 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

তালতলীতে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

মিরাজ হুসেন প্লাবন

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এ

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তালতলী ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও

সজল হাওলাদারের মালিকানাধীন সালাম ভ্যারাইটিজ স্টোর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ওয়ালটন বিক্রয়কর্মী রাসেল হোসেন জানান, “ওয়ালটন শোরুমের পাশে কিস্তির মেলা চলাকালে হঠাৎ প্রচণ্ড গরম অনুভব করি এবং একটি

শব্দ শুনে বাইরে বের হয়ে আগুন দেখতে পাই। স্থানীয়দের ডাকাডাকি করে দ্রুত পরিস্থিতি জানাই এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে

স্থানীয়দের প্রচেষ্টায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আসে, এরপর ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।”

দোকান মালিক সজল হাওলাদার বলেন, “জমিজমা বিক্রি করে ও এনজিও থেকে লোন নিয়ে তিলে তিলে দোকানটি গড়ে তুলেছিলাম। হঠাৎ অগ্নিকাণ্ডে সব

শেষ হয়ে গেল। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা বলতে পারছি না।”

তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. বদিউজ্জামান জানান, “১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন লাগার কারণ তদন্তের

পর জানা যাবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তাৎক্ষণিক উপজেলা

প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও সরকারি সহায়তা দেওয়া হবে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডের ফলে তার জীবিকা পুরোপুরি ধ্বংস হয়েছে। তিনি দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা কামনা করেছেন।

প্রশাসন থেকে তদন্তের পর প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন