মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপিকে দোষারোপ করতে নিষেধ করায় এক তরুণের ছুরিকাঘাতে মুদি দোকানি ও তার বাবার বন্ধু আহত হয়েছেন। শনিবার
দুপুর সাড়ে ১২টায় শহরের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মৃদুল দেওয়ান (২০) দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপিকে দায়ী করে কথা বলছিলেন। তাকে বারণ করলে শরীফ হোসেন (৩২) ও মোবারক
হাজারী (৪৫) এর সঙ্গে তর্ক বাঁধে। এক পর্যায়ে মৃদুল ছুরি চালিয়ে তাদের আহত করে পালিয়ে যান।
আহত শরীফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোবারক হাজারী পেয়েছেন প্রাথমিক চিকিৎসা। অভিযুক্ত মৃদুল দেওয়ান পলাতক
রয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম পিপিএম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, আহতদের সঙ্গে অভিযুক্তের পরিবারের দীর্ঘদিনের পরিচয় থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।