মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি:
“সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার জন্য ছাত্র মজলিস কর্মীদের এগিয়ে আসতে হবে। ছাত্র মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র মজলিসের আদর্শ প্রচারে যোগ চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।” – মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন।
বুধবার (পনেরো জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরের পৌর কনফারেন্স হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পঁইত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শাখার সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফার সভাপতিত্বে এবং সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু সালমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, প্রাক্তন কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমাদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস জেদ্দা মহানগর শাখা সভাপতি মাওলানা আব্দুল মুকিত রূপাপুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি ইমাদ উদ্দীন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি রাফি উদ্দীন মাবরুর, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক সাইদুজ্জামান চৌধুরী তারেক, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি মুফতি ইব্রাহিম খলিল, ছাত্র মজলিস সিলেট দরগাহ মাদ্রাসা শাখার সাবেক সভাপতি কে এম রহমত উল্লাহ এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নাঈম আহমদ প্রমুখ।