রাজবাড়ী প্রতিনিধি:
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলা যুবদল।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে পাংশা উপজেলার জাগির কয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কয়েকশো যুবদল নেতা কর্মী মিছিল বের করেন।
বক্তারা জানান, ফরহাদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে লেখালেখি করতেন এবং মাদকবিরোধী প্রচারেও সক্রিয় ছিলেন। গত বৃহস্পতিবার রাতে পাংশা থেকে বাড়ি ফেরার পথে গোলাবাড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলার সময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন এবং ল্যাপটপ ছিনতাই করা হয়।
বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।