July 9, 2025, 2:40 pm

নড়িয়ায় বিএনপির কর্মীসভা: দীর্ঘ ১৬ বছর পর নওপাড়ায় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৬ বছর পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নওপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর আয়োজনে জয়বাংলা বাজার এবং নওপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শান্ত।

এ ছাড়া নওপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মহসিন সরদার, সদস্য সচিব মো. তাকবির হাওলাদার, এবং ইউনিয়ন যুবদলের সদস্য মো. বাবুল সরদার, মহি খা, মজিবর সিকদার, করিম বেপারী, রুবেল মোল্লা, বোরহান সরদার, জয়নাল বেপারী, আক্তার দাড়িয়া, আশিক মুন্সী, জহির বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন