July 9, 2025, 1:51 pm

জুনের মধ্যে জাতীয় নির্বাচন দাবি: মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে টুকু

মিরাজ হুসেন প্লাবন

মো. নুরুল হক মোরশেদ, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আমরা জুনের মধ্যে জাতীয় নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে নির্বাচন দিয়ে সরে যাওয়া, আর স্থানীয় নির্বাচন পরিচালনা করবে নির্বাচিত সরকার।”

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় মৌলভীবাজার জেলার শেরপুর বাজারে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “৫ তারিখের পর সব জয় হয়েছে ভাবলে ভুল হবে। এটা কেবল একটি অবস্থার পরিবর্তন। সামনে আরও কঠিন সময় আসছে।”

একটি দলের সমালোচনা করে তিনি বলেন, “ধর্মের দোহাই দিয়ে রাজনীতিতে নামা একটি দল দাবি করে একটি দল খেয়ে গেছে, আরেকটি দল খেতে মাঠে আছে। এদের প্রশ্রয় দেবেন না।”

টুকু আরও বলেন, “আল্লাহর বিচার দেখেন। খালেদা চিকিৎসার জন্য যান কাতারের রাজার স্পেশাল বিমানে, আর শেখ হাসিনা পালায় মাল বহনকারী কার্গো বিমানে। গণভবনের রান্না করা খাবার না খেয়ে চোরের মতো খালি পেটে পালাতে হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “বিগত ১৬ বছর বাংলাদেশ ছিল একটি বড় জেলখানা। বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, হামলা ও মামলার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। আমাদের নেতা ইলিয়াছ আলীর স্ত্রী জানেন না তিনি বিধবা কি না। এর উত্তর শেখ হাসিনা দিতে বাধ্য। হাজারো নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। নির্যাতনের আগে তাদের আয়নার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন।

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, এবং জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন