আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই মিজানুর রহমান সিনহা পাবলিক লাইব্রেরিতে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাতী দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান আশিক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজি জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মল্লিক, আড়িয়ল-বালিগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।