July 7, 2025, 7:04 pm

হাসপাতাল নয়, সেনা সদরদপ্তরই ছিল লক্ষ্য—ইরানি হামলা নিয়ে আইআরএনএ’র দাবি

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ প্রতিবেদন:
ইসরায়েলের বিরশেভা শহরে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা, কোনো হাসপাতাল নয়—এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

বৃহস্পতিবার সকালে সোরোকা মেডিকেল সেন্টারের পাশেই এই হামলা হয়, যা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে আইআরএনএ’র প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি গুরুত্বপূর্ণ “কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর (আইডিএফ-সিফোরআই)” এবং গাভ-ইয়াম নেগেভ টেকনোলজি পার্কে অবস্থিত একটি সেনা গোয়েন্দা ক্যাম্পই ছিল আসল লক্ষ্য।

সংবাদ সংস্থাটি জানায়, “হাসপাতাল কোনোভাবেই লক্ষ্যবস্তু ছিল না। এটি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে বিস্ফোরণের কারণে, কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক অবকাঠামো—যা নির্ভুলভাবে আঘাত করা হয়েছে।”

গাভ-ইয়াম টেকনোলজি পার্কের ওয়েবসাইট অনুসারে, এটি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আইডিএফ-সিফোরআই শাখা ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় অবস্থিত।

এর আগেও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, উক্ত স্থানে আইডিএফ-এর একটি নতুন গোয়েন্দা ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে।

বিশ্লেষকদের মতে, বেসামরিক স্থাপনাগুলোর পাশেই সামরিক ঘাঁটি স্থাপন করা ইসরায়েলের একটি পুরনো কৌশল, যা হামলার প্রতিক্রিয়া হিসেবে জনমত প্রভাবিত করতে ব্যবহৃত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন