July 7, 2025, 4:50 pm

ইসরায়েলের হামলায় আরব-মুসলিম বিশ্বের কড়া প্রতিবাদ

মিরাজ হুসেন প্লাবন

ইরানে ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এই হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে উত্তেজনা কমানোর আহ্বান জানান। — খবর সিএনএনের।

বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হলো: মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়া।

বিবৃতিতে বলা হয়, “আমরা ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো উচিত। সকল পক্ষকে শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে বিরোধ নিষ্পত্তির দিকে এগিয়ে আসতে হবে।”

পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকল দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি—এনপিটি-তে (NPT) যোগদানের আহ্বান জানান।

উল্লেখযোগ্যভাবে, ইসরায়েল এ চুক্তির সদস্য নয়। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “এই সংকটের স্থায়ী সমাধান কেবল কূটনৈতিক পথে সম্ভব—যুদ্ধের মাধ্যমে নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন