December 23, 2024, 12:44 pm
শিরোনাম :
তালতলীতে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত বেরোবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য পৃথক অংশ নির্মাণ শুরুর পথে মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বশেমুরবিপ্রবিতে হল সিট বরাদ্দ নিয়ে উত্তেজনা, প্রভোস্ট অফিসে ভাঙচুর বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ

‘বিএনপি প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাসী’

Reporter Name

‘বিএনপি প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাসী’

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধ করার দাবি থাকতে পারে, তবে বিএনপি নিষিদ্ধের রাজনীতি সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দল হিসেবে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে বিশ্বাসী এবং সন্ত্রাস বা প্রতিহিংসার রাজনীতির পথে হাঁটতে চায় না। আমরা জনগণের অধিকার ও মানবাধিকারের পক্ষে আছি এবং সবসময় জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে চাই।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

খায়রুল কবির খোকন আরও বলেন, ভবিষ্যতে ভোটাধিকার নিশ্চিত হবে এবং বিএনপি তাতে অংশগ্রহণ করবে। তিনি চান প্রতিটি রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনে অংশ নিক, যেন প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ যার পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্রক্ষমতায় আসবে। তিনি উল্লেখ করেন যে, জোর করে ভোট গ্রহণের দিন শেষ। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে, যা বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের কারণে তারা করতে পারেনি।

সমাবেশে করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন