December 7, 2025, 7:49 pm

রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে ২২ জন আহত

মিরাজ হুসেন প্লাবন

রাজবাড়ী জেলা প্রতিনিধি – মোঃ জাহিদুর রহিম মোল্লা,

রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার বেলা ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কুষ্টিয়া থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ব-১১০০৭০) এবং ঢাকা থেকে আসা সুবর্ণ এগ্রো ট্রাক (ট-২২ ৪৬০৮) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। আহতদের মধ্যে যাত্রী, ট্রাকচালক ও হেল্পার রয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন