তালতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে সরকারি খাস জমি জবরদখলের অভিযোগে তিনজনসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে ভূমি আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের করেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উচানী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এনামুল হক মধু মৃধা (৪৭), কামাল ফকির (৪৫) ও মো. রেগান (৪০) সরকারি জমি দখল করে দোকান নির্মাণে জড়িত। তারা সবাই পচাকোড়ালিয়া ইউনিয়ন ও কচুপাত্রা এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শরিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে সরকারি খাস জমি জবরদখল করে আসামীরা অবৈধভাবে দোকান নির্মাণ করছিল। প্রশাসনের বারবার নিষেধাজ্ঞা অমান্য করে তারা কাজ চালিয়ে যাচ্ছিল। পরে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উচানী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও, তারা কর্মকর্তাকে হুমকি দেয়।
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উচানী বলেন, “তারা সরকারি খাল ও জমি দখল করে বালু ভরাট করেছে। সেই স্থানে অবৈধভাবে দোকান নির্মাণ করলে আমরা বাধা দিলে হুমকি দেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে নিয়মিত মামলা দায়ের করা হয়।”
উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) রোকনুজ্জামান খান বলেন, “প্রশাসনের নজরে আনার পর বারবার নিষেধ করা হলেও তারা অবৈধ দখল ছাড়েনি। এরপর ভূমি আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “সরকারি খাস জমি দখলের বিষয়ে মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”