December 7, 2025, 4:14 am

রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার

মোঃ জাহিদুর রহিম মোল্লা

রিপোর্ট: মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি, রাজবাড়ী,

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রবিবার বিকেলে বালিয়াকান্দি মৌজার বিএস-৬৩৬২ নং দাগের ০.১৮২৫ একর জমির মধ্যে ০.০৯২৫ একর জমি বিএস-০১ নং খাস খতিয়ানভুক্ত বালিয়াকান্দি বাজারের খাস জমি। এর মধ্যে ০.০৩৫০ একর খাসজমি আওয়ামী লীগের নেতা মোঃ আমিরুল ইসলাম প্রায় ৫০ বছর অবৈধভাবে দখলে রেখেছিলেন। প্রশাসনের উদ্যোগে ওই জমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসনের নির্দেশনায় দখলকারী নিজেই তার স্থাপনা সরিয়ে নিয়েছেন। স্থানীয়রা জানান, উদ্ধারকৃত ০.০৩৫০ একর খাসজমির বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন,

“বালিয়াকান্দি বাজারের কোটি টাকা মূল্যের জমি আমিরুল ইসলাম দখলে রেখেছিলেন। কাগজপত্র যাচাই করার পর সত্যতা পাওয়া গেলে তার স্থাপনা নিজেই সরিয়ে নেয়া হয়। আমরা সরকারি জমিটি বুঝে নিয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন