
বাংলাদেশ সেনাবহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। নির্দিষ্ট বয়সের বাংলাদেশি নারী-পুরুষ সবাই পারবেন আবেদন করতে। এ ছাড়া বিএনসিসির সদস্য, সেনা সদস্যদের সন্তান ও টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও পৃথকভাবে আবেদন করতে পারবেন। তিন ধাপে নির্বাচন করা হবে প্রার্থী। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।
যোগ্যতাঃ-
(৯৪তম ব্যাচ – জেনারেল, টেকনিক্যাল ও ট্রেড)
➤ আবেদন শুরু: ০৪ ডিসেম্বর ২০২৫ হতে
➤ আবেদনের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬
➤ পদসমূহ:
সৈনিক (জেনারেল)
সৈনিক (টেকনিক্যাল)
সৈনিক (ট্রেড-১ ও ট্রেড-২)
➤ শিক্ষাগত যোগ্যতা:
জেনারেল/টেকনিক্যাল- এসএসসিতে GPA ৩.০০ + অন্তত ২টি বিষয়ে ‘A’
➤ বয়স: ১৭-২২ বছর (০১ ফেব্রুয়ারি ২০২৭ অনুযায়ী)
➤ উচ্চতা:
পুরুষ: ৫ ফুট ৫ ইঞ্চি
মহিলা: ৫ ফুট ১ ইঞ্চি
➤ বুকের মাপ: ছেলে ৩০-৩২, মেয়ে ২৮-৩০
➤ চোখের অবস্থা : স্বাভাবিক
➤ আবেদন ফি:
➤জেনারেল/টেকনিক্যাল: ২০০ টাকা
ট্রেড: ২০০ টাকা
➤পিডিএফ : https://www.army.mil.bd/UserFile/LatestJobCirculation/job-circular-for-soldier-recuritment.pdf