শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।
বয়স
০৩/০৮/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে।
(জন্ম তারিখ ০৪/০৮/২০০২ হতে ০৩/০৮/২০০৭ এর মধ্যে হতে হবে)।
শারীরিক যোগ্যতা
বিবরণ | পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে | মহিলা প্রার্থীদের ক্ষেত্রে |
উচ্চতা | ● ১.৬৭৬ মিটার (৫’-৬”)
● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’-৪”) |
● ১.৫৭৪ মিটার (৫’২”)
● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”) |
ওজন | ● ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)
● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) |
● ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)
● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড) |
বুকের মাপ | ● স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি) ● ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) |
● স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) |
দৃষ্টিশক্তি | ● ৬/৬ | ● ৬/৬ |
বৈবাহিক অবস্থা
অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)
পরীক্ষার তারিখ ও স্থান
ভর্তি পরীক্ষার স্থান তারিখ, ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আবেদন প্রণালী
নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিক্যাল পরীক্ষা গ্রহণ
পরীক্ষার সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে
ক। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (যা প্রযোজ্য)।
খ। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানপাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত থাকবে।
ঘ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
ঙ। চারিত্রিক সনদপত্র (১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরিত)।
চ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
ছ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
জ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ঝ। https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আবেদনকারী লগইন অপশন এ আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ঞ। https://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরম এ ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় অবশ্যই সংগে আনতে হবে।
অন্যান্য। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্য
ক। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে।
খ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকুরীর জন্য অযোগ্য হবে।
গ। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরী হতে ‘বরখাস্ত’ করা হবে।
ঘ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকুরী হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকুরীরত অবস্থায় বহিস্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকুরীর জন্য অযোগ্য হবে।
ঙ। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউসার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে/মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
চ। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।
ছ। পরীক্ষার সময় কোন প্রার্থী মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সংগে রাখতে পারবে না।
জ। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে।
ঝ। প্রার্থীর ডাক্তারী পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরীর জন্য অযোগ্য হবে।
ভর্তি সংক্রান্ত কোন তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে Visit করুন https://joinborderguard.bgb.gov.bd